কাগজ প্রতিবেদক।। আর্তমানবতার সেবায় সমাজসেবামূলক কাজ করছে প্রমোট বাংলাদেশ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১১৭০ জন অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে।৮টি পরিবারকে রিক্সা ভ্যান ও গৃহহীন ৪ পরিবারকে টিন শেড ঘর দিয়েছে।শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে প্রতিষ্ঠানটির।সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শাহবাজ জামান বলেন আমাদের প্রতিষ্ঠানটি প্রতি রমজানে ৪ থেকে ৫ শত গরিব-দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে।গরীব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, অসুস্থ সম্বলহীন মানুষকে চিকিৎসা সহায়তা করে যাচ্ছে।ঈদ,কোরবানি এবং বিশেষ দিনে সংস্থার আর্থিক সহায়তায় গরিব ছেলে মেয়েদের নতুন পোশাক এবং খাদ্য বিতরণ করছে।করোনা কালীন সময়ে দুস্থ এবং কর্মহীন মানুষকে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করেছে।সংস্থার খরচে ইতোপূর্বে প্রায় ৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে, খুলনা নগরীর প্রতিটি ওয়ার্ডে গরিব ছেলে মেয়েকে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দিয়ে বিনা পয়সায় পড়া লেখায় সহযোগিতা করেছে।উল্লেখ্য "প্রমোট" ২০০৩ ইং সালে সমাজ সেবা অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।।