নিজস্ব প্রতিবেদক।।কক্সবাজারের সীগাল পয়েন্টে কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খুলনার সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজার শহরের টেকপাড়ার নুরুল কবির ভুট্টোকে হেফাজতে নিয়েছে র্যাব।হোটেল সূত্রে জানা গেছে, রব্বানী, ইফতেখার এবং রুমি নামে এক নারী গতকাল একইসঙ্গে কক্সবাজারে এসে হোটেল গোল্ডেন হিলে কক্ষ বুক করেন। তবে তারা একসঙ্গে হোটেলে উঠেননি। কক্ষ বুকিংয়ের সময় রব্বানী তাদের তিনজনের পরিচয় দেন।ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী রব্বানীর সঙ্গে থাকা রুমি নামে ওই নারীকে খুঁজছে। হোটেলের সিসিটিভি ফুটেজে মাস্ক পরা এক নারীকে রব্বানীর সঙ্গে হোটেল থেকে বের হতে দেখা যায়। জানা গেছে, রুমি খুলনা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী।গতকাল রাত ১টার দিকে র্যাব হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে ৮টায় কক্সবাজারের সীগাল পয়েন্টে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।হত্যাকাণ্ডের পেছনে কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।