ওয়াহিদ মুরাদ।।স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে মহাকাশ সম্পর্কে আগ্রহ গড়ে তোলার লক্ষ্যে জ্যোতির্বিজ্ঞান চর্চা বিষয়ক সংগঠন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী “অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” এর বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় কুয়েট ক্যাম্পাসের অডিটরিয়ামে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় খুলনা বিভাগের এ্যাপেক্স এস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার বাছাই পর্ব।কুয়েটে অনুষ্ঠিত বাছাই পর্বে অংশগ্রহণ করেন খুলনা বিভাগের বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। বাছাই পর্বে সিনিয়র গ্রুপ থেকে ৩০ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ৩০ জন মোট ৬০ জন প্রতিযোগি জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। খুলনা বিভাগের বাছাই পর্বের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে টি-শার্ট, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়।কুয়েটে অনুষ্ঠিত ১৯তম এ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার বাছাই পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। উদ্বোধক অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনোমি অ্যাসোসিয়েশনের সভাপতি মশহুরুল আমিন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের সভাপতি জাহিদ আল মামুনের সভাপতিত্বে এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের প্রধান উপদেষ্ঠা কুয়েটের সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল ও খুলনা কৃষি বিশ্ববিদ্যারয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রাজ্জাক।বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত ১৪ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার বাছাই পর্বে বিজয়ী সিনিয়র গ্রুপ থেকে ৩০ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ৩০ জন প্রতিযোগি আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বের অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে অংশগ্রহন করবে।প্রতিযোগিতায় খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুল থেকে ৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫জন প্রতিযোগি জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তারা হলো দশম শ্রেনীর শিক্ষার্থী মোঃ সাদিক হোসেন রাফি, মোঃ রেদোয়ানুল ইসলাম নূর, মোঃ জুবায়ের, তৌফিক আহমেদ, মোছাঃ ফারিহা আলম।দেশের ১০টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত বাছাই পর্বের বিজয়ীরা জাতীয় পর্বে অংশগ্রহন করবে। জাতীয় পর্বে অংশগ্রহণকার্রী ৫ শতাধিক প্রতিযোগির মধ্য থেকে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫জন মোট ৩০ জনকে নিয়ে ২১থেকে ২৪ আগস্ট ৪দিনের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। চুড়ান্ত আবাসিক ক্যাম্প থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ২৮তম আন্তর্জাাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে।