ওয়াহিদ মুরাদ বিশেষ প্রতিবেদক।।খুলনা নগরীর খালিশপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি পোশাকের দোকান। এতে ১৫ থেকে ১৬ লাখ টাকার কাপড় পুড়ে ভস্মিভূত হয়েছে।১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১টার দিকে খালিশপুর বিআইডিসি রোডের পাওয়ার হাউজ মোড়ের বিপরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত দোকান মালিক মনিরুল ইসলাম জানান, তার দোকানের নাম জ্যোতি ফ্যাশন। তিনি প্রতিদিনের মতো ওই দিন রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত ২টার দিকে নিরাপত্তা প্রহরী মোবাইলে জানান তার দোকানে আগুন লেগেছে। তিনি ছুটে এসে দেখেন এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করছে। এ সময় তারা ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এই বিষয়ে খালিশপুর থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে বলে জানা যায়।খালিশপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘আগুনে ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।