নিজস্ব প্রতিবেদক।।২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের খুলনা-১৮ নং কাচারী এলাকার আওতাধীন রেলের জমি লীজ নেওয়া লাইসেন্সধারীদের কাছ থেকে এ বছর আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৫৭২ টাকা।খুলনা-১৮ নং কাচারীর ফিল্ড কানুনগো ‘র অফিস সূত্রে জানা যায়, রূপসা থেকে মোংলা রেললাইন হতে যশোর জেলার অভয়নগর উপজেলার তালতলা হাট পর্যন্ত খুলনা-১৮ নং কাচারীর আওতাধীন আড়াই হাজার লাইসেন্সধারী রয়েছে। এরমধ্যে ২ হাজার ২১০ জনের বাণিজ্যিক লাইসেন্স রয়েছে। বাকী ২৯০ জনের রয়েছে কৃষি লাইসেন্স।খুলনা-১৮ নং কাচারীর কানুনগো মোঃ মহসিন আলী খুলনার কাগজকে বলেন, ২০১৯ সাল থেকে খুলনা-১৮ নং কাচারীর আওতাধীন রেলের জমি লিজ নেওয়া লাইসেন্সকারীদের কাছ থেকে আদায় বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে আমাদের আদায় প্রতি অর্থ বছরে সাড়ে ৬ কোটি টাকার ঊর্ধ্বে।২০১৯ সালের পূর্বে আমাদের আদায় ছিলো অর্থবছরের ৪ থেকে সাড়ে ৪ কোটি টাকা।বর্তমানে লাইসেন্স ফি সহজিকরণসহ প্রচারণা এবং ক্যাম্প কালেকশনের মাধ্যমে আমাদের আদায় বৃদ্ধি পেয়েছে যাকিনা গত বছরের চেয়ে এ বছর ১ কোটি ১২ লাখ টাকা বেশি আদায় তা প্রমান করে। এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।