সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওজোপাডিকোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন রূপসায় সাব্বির নামে এক যুবককে গুলি, এলাকায় আতঙ্ক! হাসান আরিফের মৃত্যুতে ড. ইউনূস ও রাষ্ট্রপতিসহ উপদেষ্টামণ্ডলীর শোক প্রকাশ সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ স্মার্ট বাংলাদেশ প্রকল্পে ১৫ বছরে ব্যয় ২৯ হাজার কোটি টাকা; ভয়াবহ লুটপাট থামছে না হাইব্রিড অনুপ্রবেশ, ওরাও এখন বিএনপি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না: ড. বদিউল আলম খেলনা পিস্তল ঠেকিয়ে ম্যানেজারকে জিম্মি করেন ডাকাতরা গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

খুলনায় পেটের মধ্যে লুকানো মাদক, এক্সরে করতেই মিলল ইয়াবা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

 

ক্রাইম রিপোর্টার।। মাদকসহ এক ব্যক্তিকে পাকড়াও করে রীতিমতো চোখ কপালে উঠলো তদন্তকারীদের। পেটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল মাদকদ্রব্য।এক্সরে করতেই পেটের মধ্যে লুকানো ওই মাদকগুলো নজরে আসে তদন্তকারীদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ নভেম্বর) খুলনার লবণচরা থানা পুলিশের সঙ্গে।ইয়াবাসহ আটক ব্যক্তির নাম উজ্জ্বল শেখ। দুপুরে মহানগরীর লবণচরা থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক মাদকবিক্রেতা নড়াইলের লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে।খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসেন উজ্জ্বল। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন তিনি।ওই পোটলা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বলের এক্সরে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়।পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোটলা বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে। ওই বিক্রেতার কাছে আরও মাদক রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর