নিজস্ব প্রতিবেদক: খুলনার পূর্ব রূপসায় প্রাইভেটকার থামিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।এতে ইমরান হোসেন মানিক (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কস্থ মডার্ন সি-ফুডসের কাছে এ ঘটনা ঘটে। আহত মানিককে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন মানিক মডার্ন সি-ফুডসের কাছে একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন।এ সময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেখানে আসে। প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা শ্রমিক ইমরান মানিককে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। মানিক দ্রুত পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে।এ সময় তার পায়ে গুলি লাগে। এ ঘটনার পর পালানোর চেষ্টাকালে রাসেল নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করে।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে শ্রমিকের ওপর গুলির ঘটনা তা বিস্তারিত জানাতে পারেনি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।