স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে এক বাড়িতে হামলা ভাংচুর ও নগদ টাকাসহ স্বর্নালংকার ও জমা-জমির জরুরি কাগজপত্রাদি ও দলিল লুটের ঘটনায় খালিশপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।গত ৫ অক্টোবর শনিবার নগরীর বয়রা হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বাদী মো: জাফর বিশ্বাস নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।এদিকে মামলা প্রত্যাহার না করা হলে তাকে মেরে ফেলারও হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।অভিযোগ দেওয়ার পরেও স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে বাদীর অভিযোগ রয়েছে। খালিশপুর থানায় লিখিত অভিযোগে জানা যায়, নগরীর বয়রা হাজী ফয়েজউদ্দিন রোডস্থ হাজী পাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদ বিশ্বাসের পুত্র মো: জাফর বিশ্বাসের বাড়িতে গত ৫ অক্টোবর কবির বিশ্বাস, মো: জনি, হাসিবুল হাসান নোমান, সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ, রাশেদুল হাসান নাঈম, মো: অন্তু, নিজরুজ্জামান নজির, আদারিয়া ওরফে রবিউল, কাকলী বেগম ও শেখ মিন্টুসহ অজ্ঞাত ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা ও ব্যাপক ভাংচুর চালায়।এ সময়ে তারা বাড়িতে থাকা নগদ ৩ লাখ টাকাসহ কয়েকভরি স্বর্ণালংকার এবং জমা-জমির জরুরি কাগজপত্রাদি ও দলিল লুটপাট করে নিয়ে যায়।হামলাকারীরা আওয়ামী লীগের ক্ষমতাধর নেতাকর্মী ও ক্যাডার হওয়াতে বিগত অনেক দিন ধরে জাফর বিশ্বাসের ভুমি দখলের ষড়যন্ত্র করাসহ তাকে জীবননাশর চেষ্টা করে আসছিলো।যাহার প্রেরিপেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর খালিশপুর থানায় উপস্থিত হয়ে বিবাদীগনের নামে একটা এজাহার দায়ের করেন। কিন্তু এজাহারটির কোন অগ্রগতি না হওয়াতে বিবাদীগন আরও হিংস্র হয়ে উঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়।যার কারণে গত ৫ অক্টোবর শনিবার আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি টের পেয়ে বিবাদীগন আমার বসত বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট করে।এ সময় জাফর বিশ্বাস বাড়িতে না থাকায় বিবাদীগণ মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তাকে খুজতে থাকে এবং মেরে ফেলবে বলে হুমকি-ধামকি দেয়।এ ব্যাপারে বাদী জাফর বিশ্বাস চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।