কাগজ রিপোর্ট।। খুলনা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ডিসেম্বর সন্ধ্যায় খুলনা সাংবাদিক কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করছেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। কবি ও সংগঠক খান আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্য সমালোচক বেতার ব্যক্তিত্ব অধ্যাপক আজিজুল ইসলাম টিপু, বিশেষ অতিথি নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মোঃ সাইফুর রহমান মিনা, বিশেষ অতিথি নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, এপেক্স ক্লাব অব খুলনার সভাপতি এডভোকেট আমির হামজা,আপেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক আসিফ ইকবাল।