ইমরান মোল্লা।।খুলনা ৩ এপিবিএন কতৃক,সাইবার অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রন,মাদক,মানব পাচার, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিংসহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই সোমবার সকাল সাড়ে ১১ টায় খুলনার এস ও এস হারম্যান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জয়নুদ্দীন পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার অপস এন্ড ইন্টেলিজেন্স। প্রধান অতিথি মাদক নিয়ন্ত্রণ, মানব পাচার নিয়ন্ত্রণ, নারী ও শিশুদের প্রতি নির্যাতন ইভটিজিং রোধ সহ যেকোনো সাইবার ক্রাইম প্রতিরোধ ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।উপস্থিত ছিলেন শেখ তজমুল হাসান প্রোগ্রাম অফিসার এস ও এস শিশু পল্লী খুলনা।তিনি উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন। এছাড়াও ৩ এপিবিএন খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল ইসলাম, এসআই গৌতম কুমার পাল, এসআই শেখ আবু হাসান সহ অন্যান্য অফিসার বৃন্দ।