ওয়াহিদ মুরাদ বিশেষ প্রতিবেদক।।”নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যে খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ৯ই ডিসেম্বর সোমবার সকালে মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক আরিফুল ইসলাম। উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন, দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ইউএস আই ডি এর কো-অর্ডিনেটর আশিষ চ্যাটার্জি, দিঘলিয়ার ছাত্র সমন্বয়ক রাতুল,প্রেস ক্লাবের সহ সভাপতি ইন্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,প্রচার সম্পাদক সালাহ উদ্দিন বাবু,বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ।এ সময় বক্তারা রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতনতা বৃদ্ধিসহ কাজ করার আহব্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।