সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ওজোপাডিকোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন রূপসায় সাব্বির নামে এক যুবককে গুলি, এলাকায় আতঙ্ক! হাসান আরিফের মৃত্যুতে ড. ইউনূস ও রাষ্ট্রপতিসহ উপদেষ্টামণ্ডলীর শোক প্রকাশ সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ স্মার্ট বাংলাদেশ প্রকল্পে ১৫ বছরে ব্যয় ২৯ হাজার কোটি টাকা; ভয়াবহ লুটপাট থামছে না হাইব্রিড অনুপ্রবেশ, ওরাও এখন বিএনপি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না: ড. বদিউল আলম খেলনা পিস্তল ঠেকিয়ে ম্যানেজারকে জিম্মি করেন ডাকাতরা গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

দিঘলিয়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার : আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিঘলিয়া উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা সভার আয়োজন করা হয়।এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের সভাপতিত্বে উপজেলার সেনহাটি ইউনিয়নের অন্তর্গত হাজীগ্রাম বেলেঘাট ঈদগাহ ময়দানে ২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার বিকাল ৫টায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।সচেতনতা সভায় এসি( ল্যান্ড) দেবাংশু বিশ্বাস-প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন।তিনি বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আগামী ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিনিময়, ক্রয়-বিক্রয়, বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।তাই কেউ যেন নির্ধারিত সময়ে এই দন্ডনীয় অপরাধে জড়িয়ে না পড়েন সে জন্যই আজকের এই সচেতনতা সভার আয়োজন। নির্ধারিত সময়ে ইলিশ আহরণ থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।তিনি আরো বলেন, মাছের মধ্যে ইলিশ সব থেকে সুস্বাদু মাছ, ইলিশ আমাদের প্রকৃতির দান। প্রকৃতিকে বুঝে আমাদের ইলিশ আহরণ করতে হবে। ইলিশ আহরনের ক্ষেত্রে যাদের জীবন জীবিকা জড়িত তাদের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে। ইলিশ আহরন নিষিদ্ধ সময়ের মধ্যে যদি ইলিশ ধরা না হয় তাহলে ইলিশের প্রজনন অনেক গুণ বৃদ্ধি পাবে।এর ফলে ইলিশ আমাদের দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।এছাড়া উক্ত সভায় আরো বক্তব্য প্রদান করেন, সেনহাটি ইউনিয়ন পরিষদের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সহ স্থানীয় জনগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর