ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।খুলনায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ এর জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণে স্মরণ সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ রাতুল হোসেন, মোঃ আকিব হোসেন প্রমুখ।