ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে বর্নাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করা হয়।গৌরবান্বিত দিবসটি উপলক্ষে সোমবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এ সময়ে স্ব স্ব সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ আরো অনেক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলার দেয়াড়া গ্রামে অবস্থিত গণ-কবরে পুষ্প স্তবক অর্পণ করে উপজেলা পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ।সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়। পরবর্তী সময়ে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বীরমুক্তিযোদ্দা, শহিদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানে সংর্বধনা দেওয়া হয়।এছাড়া সুবিধা জনক সময়ে হাসপাতাল, এতিম খানা,শিশুকেন্দ্র এবং প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশ করা এবং মুক্তি যুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলায় সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধদের বিদেহী আত্মার শান্তি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্দাদের শান্তি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হয়।উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সরকারি প্রোগ্রামার পুষ্পেন্দু দাসের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমান্ডার আকিব আরাফাত, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এস এম শাহীন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়লসহ আরো অনেকে।