পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসায়ী ও জামায়াত নেতা নাছির উদ্দিনকে ধর্ষনের আভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন রোকনের পদে থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।উলেখ্য গত ২৩ অক্টোবর জামায়াত নেতা ও ব্যাবসায়ি নাছিরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে খুলনার নারি ও শিশু নির্যাত ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন একই উপজেলার আব্দুল খালেকের কন্যা স্বামি পরিত্যাক্ত রিজিয়া বেগম।মামলা সুত্রে যানা যায় গত ২৩ অক্টোবর চাকরি দেওয়ার কথা বলে রিজিয়াকে খুলনায় একটি বাসায় নিয়ে তোলে নাছির বিভিন্ন তালবাহানা রিজিয়ার হাতের মোবাইল ফোনটি নিয়ে যায় অভিযুক্ত নাছির,২৩ অক্টোবর থেকে ২৪ শে অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত তাকে ৯ বার ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উলেখ্য করা হয়। বিজ্ঞ আদালত শুনানি শেষে পুলিশ ইনভেস্টিগেশন বুড়োকে তদন্তের নির্দেশ দেন।এই অভিযোগের জন্য সংগঠন থেকে নাছির উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।ঘটনার বিষয় উপজেলা জামাত সুত্র জানাযায় ধর্ষনের অভিযোগে বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলার সর্বোচ্চ ফোরাম শুরা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক নাছির উদ্দিনকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।