কাগজ রিপোর্ট।।ভারত থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচংয়ের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৬০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।জানা যায়, বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়ায় গোমতী নদীর পূর্বপারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়। পরে পানি দ্রুত পাশের পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাকশীমুল, রাজাপুর ইউনিয়নের শতাধিক গ্রাম ভোর হওয়ার আগেই প্লাবিত হয়। এ সময় অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অনেকেই আবার আশ্রয় নিয়েছে স্থানীয় কলেজ-স্কুল-মাদ্রাসাসহ উঁচু ভবনগুলোতে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, উপজেলার ৯টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ৬০ হাজার পরিবার পানিবন্ধী হয়েছে। সেইসঙ্গে ১ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। খোলা হয়েছে ৩৫ আশ্রয় কেন্দ্র। তারমধ্যে ৪টিতে পানি ঢুকে গেছে।