কাগজ রিপোর্ট।। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।রোববার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক) ও ৩২ জনকে সম্পাদক পদে, ১৭ জনকে সহসম্পাদক পদে ও ৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে একজনকে।উক্ত পদ সমূহের মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদ’র সহ-সাংস্কৃতিক সম্পাদক হলেন অভিনেতা ও নির্মাতা রবিউল ইসলাম শুভ।