এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি।।বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে।ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ মেসার্স কামাল ফিলিং স্টেশন তেল নেওয়ার জন্য ট্রাকটি দাঁড় করায়। ঘটনার সময় তার ছেলে ও ওই ট্রাকের সহযোগী তানজু শেখ পাশে দাঁড়িয়ে ছিলেন।এসময় রড বোঝাই খুলনাগামী অপর একটি দ্রুতগতি ট্রাক তাকে সজোরে ধাক্কায় দেয়। ফলে তানজু শেখ ঘটনাস্থলে মারা যান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় টাউন-নওয়াপাড়া মোড় থেকে ঘাতক ট্রাকটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।