কাগজ প্রতিবেদক।।মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী তিন বছর মেয়াদে এই নিয়োগ দেওয়া হয়েছে।এর আগে, গত ১৪ আগস্ট প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ অসুস্থতাজনিত কারণ দেখিয়ে বিটিআরসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।