কাগজ রিপোর্টার : সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে খুলনা রেলস্টেশনে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।পরে র্যালি শেষে সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র নির্বাহী পরিচালক শাহবাজ জামান।সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ,সহ সম্পাদক এস এম মমিনুর রহমান,সহ সভাপতি কাজী মিজানুর রহমান মিজান,লাইফ মেম্বার বিবেকানন্দ ঢালী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ,খুলনা বিভাগীয় সভাপতি দুলাল হোসেন,নতুন তাঁরার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা,নাট্য ব্যক্তিত্ব সালাম মোড়ল, সাংবাদিক মামুন রেজা, সুব্রত বিকাশ মণ্ডল,রাসেল মিনা।সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী নাঈম হাসান, শেখ মাইনুল ইসলাম, সাকিব হোসেন শোভন, জসিম সরদার, কাজী রায়হান হোসাইন, শেখ আরিফুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান,গোলাম মোস্তফা প্রমুখ।র্যালি ও মানববন্ধন শেষে অলোচনা সভা পরিচালনা করেন সংস্থার খুলনা বিভাগীয় সভাপতি মো: দুলাল হোসেন।