কাগজ রিপোর্ট।। মহান বিজয় দিবস উপলক্ষে নতুন তারা সমাজকল্যাণ ও সহিত্য সংস্থার আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।আজ ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর গোয়ালখালী নতুনতারা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুনতারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।প্রধান অতিথি ছিলেন সাহিত্য সমালোচক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মোঃ সাইফুর রহমান মিনা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার খুলনা ও বিটিভির বাচিক শিল্পী কবি স্মৃতি রেখা বিশ্বাস,কবি ও সংগঠক মনিরুজ্জামান লাভলু,এডভোকেট মেহেদী ইনছার, কবি আব্দুর রহমান, কবি ও সাংবাদিক ফরহাদ কাদির, খুলনা সাহিত্য ও সংস্কৃতি সংস্থা খুসাসের সভাপতি আসাদুজ্জামান মিথুন,প্রমোট সভাপতি শাহবাজ খান।প্রধান বক্তা ছিলেন কবি খান আখতার হোসেন,আলোকিত অতিথি হিসেবে কবিতা আবৃত্তি করেন কবি এ জি রানা,কবি সুব্রত,কবি ইব্রাহিম মনির,আধ্যাত্মিক কবি দিলরুবা ইয়াসমিন কলি, কবি মল্লিক জাহিদুল ইসলাম, কবি আপেল মাহমুদ, সোহানা খান প্রমুখ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নতুনতারার কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মনিরুজ্জামান আকন।