প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
যশোরের শ্রেষ্ঠ ওসি হলেন বেনাপোল থানার ওসি সুমন ভক্ত
শার্শা উপজেলা প্রতিনিধি:যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত।এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম শ্রেষ্ঠ ওসি সুমন ভক্ত'র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে সুমন ভক্ত'র নির্বাচিত করা হয়েছে।অনুভূতি জানিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে।ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Copyright © 2024 খুলনার কাগজ. All rights reserved.