মিজানুর রহমান দাকোপ প্রতিনিধি।।আসন্ন লাউডোব ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও সদ্য সাবেক খুলনা জেলা পরিষদ সদস্য সরোজিত কুমার রায়ের সমর্থনে বুড়িরডাবর বাজার এলাকায় এক পথ সভার আয়োজন করা হয়।উক্ত পথসভায় লাউডোব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নারী, পুরুষের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে এলাকা।পথসভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য নিমাই চাদ দাস, কালিপদ বিশ্বাস, ইউপি সদস্য তাপস হালদার, ইউপি সদস্য প্রদীপ সরদার প্রিয় সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, মিল্টন ইজেদ্দার, মিথুন বাড়ই সহ আরো অনেকে।বক্তারা বলেন লাউডোব ইউনিয়নের উন্নয়নের জন্য সরোজিত কুমার রায়ের বিকল্প নাই।বক্তারা ২৭ জুলাই নির্বাচনে সরোজিত রায়ের পক্ষে ভোট প্রার্থনা করেন।পরবর্তীতে শতাধীক মটর সাইকেল,ইজিভ্যান যোগে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রদক্ষিণ করে খুটাখালী খেয়াঘাটে এসে পথ সভার মাধ্যমে শেষ হয় নির্বাচনী প্রচারনা।