কাগজ রিপোর্টার।।আন্তর্জাতিক সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাব ৩১৫বি-৩ এর অধিন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর নতুন লায়ন সদস্য শাহবাজ জামানকে পিন পরিয়ে দিচ্ছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি আলহাজ্ব লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ)।মঙ্গলবার দুপুরে ক্লাব কক্ষে আনুষ্ঠানিকভাবে শাহবাজ জামানকে লায়ন পিন পরিয়ে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।