ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে জনৈক শাহিন শেখের ব্যক্তিগত বাগানবাড়িতে যাতায়াতের জন্য সরকারি টাকায় সেতু নির্মাণের অভিযোগ উঠেছে।দিঘলিয়াবাসী জানান, দিঘলিয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার দিঘলিয়া গ্রামের ভৈরব নদীর তীরে জনৈক শাহিন শেখের ব্যক্তিগত আমবাগানের প্রবেশপথে ড্রেনের উপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে যার সত্যতা পাওয়া যায়। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৫-১৬ এর আওতায় সেতুটি নির্মিত হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং নির্মাণ ব্যয় ধরা হয় ৩২ লাখ ৩৫ হাজার ২৫১ টাকা ৩৪ পয়সা।তবে এলাকাবাসীর দাবি, প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় ৭০ লাখ টাকায় উন্নীত করা হয়। সরকারি অর্থে ব্যক্তি সুবিধার্থে এ প্রকল্প বাস্তবায়ন চরম অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।বিভিন্ন সূত্রে জানা গেছে, শাহিন শেখ সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের ঘনিষ্ঠজন ছিলেন।তার প্রভাব খাটিয়ে শাহিন শেখ এ সেতু নির্মাণ করান।এছাড়া এলাকাবাসীর অভিযোগ, শুধু সেতু নির্মাণই নয়, শাহিন শেখের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগও রয়েছে। তার এসব কর্মকাণ্ড তদন্তের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।