সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ওজোপাডিকোতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন রূপসায় সাব্বির নামে এক যুবককে গুলি, এলাকায় আতঙ্ক! হাসান আরিফের মৃত্যুতে ড. ইউনূস ও রাষ্ট্রপতিসহ উপদেষ্টামণ্ডলীর শোক প্রকাশ সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ স্মার্ট বাংলাদেশ প্রকল্পে ১৫ বছরে ব্যয় ২৯ হাজার কোটি টাকা; ভয়াবহ লুটপাট থামছে না হাইব্রিড অনুপ্রবেশ, ওরাও এখন বিএনপি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার নির্বাচনে আ.লীগের অংশগ্রহণে বাধা দেওয়া হবে না: ড. বদিউল আলম খেলনা পিস্তল ঠেকিয়ে ম্যানেজারকে জিম্মি করেন ডাকাতরা গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

দিঘলিয়ায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ,বিশেষ প্রতিবেদক।।খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের গাজীরহাটে অবৈধ দখলে থাকা সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় একজন জনপ্রতিনিধি ও প্রভাবশালী ভূমিদস্যু চক্র জোর পূর্বক সরকারি এ জমি দখল করে রেখে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল।দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস বলেন, উপজেলার গাজীরহাট ইউনিয়ন ভূমি অফিসের সামনে গাজিরহাট বাজারের মচন্দপুর মৌজার সরকারি খাস খতিয়ানের জমি একটি চক্র অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করছিল। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অবৈধ দখলকারীদের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, উচ্ছেদকৃত জমির পাশ্ববর্তী জমিতেও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। যার মালিক মেহেদী গাজীকে নোটিশের মাধ্যমে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রসঙ্গত, ইতঃপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মেহেদী গাজীর দ্বিতল ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। যদিও পরবর্তীতে বিনা বাঁধায় তিনি ভবনটি নির্মাণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর