কাগজ রিপোর্ট।। খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইবাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন হরিণটানা গেটে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়ে আরও দু’জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মোংলা উপজেলার সানবান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মিরাজ মোয়াজ্জেম ও ইজিবাইক চালক বটিয়াঘাটা উপজেলার দারোগারভিটা এলাকার জনৈক হানিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ রাব্বি হাওলাদার।সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার এসআই মো: জাকির হোসেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে ইজিবাইক চালক মোহাম্মাদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মিরাজ মোয়াজ্জেমের মৃত্যু হয়। এছাড়া ইজিবাইক চালক মোহাম্মাদ রাব্বি গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান খুলনা গেজেটকে বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২ জনের মৃত্যুর কথা চিকিৎসকরা আমাদের অবগত করেন। আহত দু’জনকে তাদের আত্মীয়রা চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন।আইনী প্রক্রিয়া শেষে মৃত দু’জনের মরদেহ হস্তান্তর করা হবে।