এ এইচ নান্টু, বিশেষ প্রতিবেদক।।বাগেরহাটের রামপালে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, রামপাল সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরোজা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (ওয়াইইপি) ম্যানেজার শেখ রাইয়ান রিদওয়ান কবির, আবেদা সুলতানা, সাংবাদিক লায়লা সুলতানা প্রমুখ।সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ও ইয়ুথ এ্যাডভোকেসী প্রজেক্ট-উত্তরণ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিসিসি এ্যাডভোকেসী এ্যান্ড চাইল্ড প্রোটেকশনের আলোকে কমিউনিটি ক্লিনিক ও বাল্য বিবাহের কুফল ও তা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।