কাগজ প্রতিবেদক।। বৃহত্তর খুলনা সমিতির ইসি কমিটির এক জরুরি সভা ২৭ নভেম্বর ২০২৪ বুধবার বনানীস্থ বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবি (সাবেক এমপি)-এর বাসায় অনুষ্ঠিত হয়।জরুরি এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় দৈনিক মর্নিং ভয়েজ পত্রিকার সম্পাদক রিপন তরফদার, লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ), দৈনিক ফলাফল পত্রিকার প্রধান সম্পাদক লায়ন শেখ মোস্তফিজুর রহমান, আব্দুস সালাম, ড. কাজী মনিরুজ্জামান ও বৃহত্তর খুলনা সমিতির ট্রেজারার মঞ্জুরুল হাসান সুমন সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।